খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহয়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২ জুলাই) সকাল ১১ টায় কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে মহারাজপুর ইউনিয়ন পরিষদে মহারাজপুর ইউনিয়নের ৭৯২ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, হাইজিন কিটস ও রিচার্জেবল লাইট বিতরণ করা হয়। মানবিক সহয়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ, ইউপি সদস্য ইউসুফ আলী, জামাল ফারুক, মাওলানা মাসুদুর রহমান, মোস্তফা কামাল,বিভূতি ভূষণ রায়, মাসুম বিল্লাহ, নুরুল ইসলাম, আব্দুল মান্নান, ডিআরআর এ- সিসিএ প্রজেক্ট কোওর্ডিনেটর পবিত্র কুমার মন্ডল, ডিআইডিআরএম প্রজেক্ট ম্যানেজার সুব্রত মল্লিক, ডিআইডিআরএম প্রজেক্টের ডিআইডিআরআর অফিসার হাসিবুল হোসেন টুটুল, ডিসএ্যইবল্ড চাইল্ড ফাউন্ডেশানের মহারাজপুর ইউনিয়নের অফিসার আব্দুল্লাহ আল সায়েম।