মুলাদীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন খসরুকে সংবর্ধণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মুলাদী উপজেলা শাখার নেতারা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মুলাদী উপজেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দীন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্যাদা, সহসভাপতি আবদুল মালেক, মো. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন, মো. ইমাম হোসেন, সমবায় সম্পাদক বশির খান, ক্রীড়া সম্পাদক মো. মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. মেরাজুন বেগম, শিক্ষক নেতা মো. মাহবুব আলম, আবদুস ছালাম, মো. বাবুল হোসেন, আবদুল কাইউম, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নিশাত জাহান রুনা, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শুভেচ্ছা শেষে সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্যাদা সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলার শিক্ষা উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু বলেন, আগামী দিনে মুলাদী উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষকদের নিয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করে সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করা হবে।