ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমপি’র বরাদ্ধের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের কাজ না করেই দেড় লক্ষাধিক টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার অরূয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ একাধিক ব্যক্তি লুটপাটের অভিযোগ করছেন। এই অভিযোগের তীর সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি সাবিত্রী মল্লিকসহ স্থানীয় কয়েকজন সর্দারের দিকে। অভিযোগকে মিথ্যা বলেছেন সাবিত্রী। আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন কাজ কম হয়েছে। আরো মাটি ফেলার নির্দেশ দিয়েছি। সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় এমপি’র দ্বিতীয় কিস্তির বরাদ্ধ থেকে অরূয়াইলের রাজাপুর গ্রামে (৭ নম্বর প্রকল্প) ‘রাজাপুর চকবাজার মসজিদ হতে আরি মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত’ প্রকল্পটি বাস্তবায়নের জন্য নগদ ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্ধ দেয়। এই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হন ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য সাবিত্রী মল্লিক। গত রমজানের পরে ওই রাস্তায় নামকা ওয়াস্তে সামান্য মাটি ফেলেই কাজ শেষ করে দেন সাবিত্রী। রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, গ্রামের বাসিন্দা শরিফ মিয়া, মোর্শেদ মিয়া সহ অনেকেরই অভিযোগ ওই রাস্তায় সর্বোচ্চ ১০-১৫ হাজার টাকার মাটি কেটেছে। বাকি টাকা প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তি ও গ্রামের আরো কয়েকজন সর্দার ভাগবাটোয়ারা করে নিয়েছেন। প্রকল্প সম্পর্কে আমরা কিছুই জানি না। সরকার রাস্তায় মাটি ফেলে গ্রামের মানুষদের উপকার করতে বরাদ্ধ দিয়েছেন। কিছু লোক কাজ না করে টাকা খেয়ে ফেলবে। তাতো হতে পারে না। এই গ্রামেই দেড় লাখ টাকার আরেকটি প্রকল্প রয়েছে। সময় শেষের দিকে তারপরও ওই প্রকল্পের ধারে কাছেও যাচ্ছে না কেউ। এখন পর্যন্ত এক টুকরা মাটি পড়েনি সেখানে। প্রকল্পের সভাপতি ও নারী ইউপি সদস্য সাবিত্রী মল্লিক সকল অভিযোগকে মিথ্যা দাবী করে বলেন, আমি সঠিক ভাবে কাজ করেছি। আমার প্রতিপক্ষ রয়েছে। তারাই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে এই ঘটনাকে ভিন্ন খাতে ডায়বার্ড করার চেষ্টা করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান প্রকল্পের কাজে অনিয়মের কথা স্বীকার করে বলেন, ১৫-২০ দিন আগে আমি গিয়েছিলাম। মাটি আসলে কমই কাটা হয়েছে। রাস্তায় আরো মাটি ফেলতে সাবিত্রীকে নির্দেশ দিয়েছি।