নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দর উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
মোট ভোটার সংখ্যা ৮৯০, প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন। ৬ জন পুরুষ ও দুইজন সংরক্ষিত নারী প্রার্থী। ভোট কাস্ট করা হয় ৫৪৭।
মোঃ ফজলে আজিম ৩৮৪ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ ইউসুফ ৩৩০ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ শামসুল আলম ২৭৮ ভোট পেয়ে তৃতীয়, আবদুর রশিদ ২৬৮ ভোট পেয়ে চতুর্থ স্হান অধিকার করে। সংরক্ষিত মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন। জেসমিন আক্তার ৩৯৪ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ, সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুল প্রধান শিক্ষক দিদারুল আলম।