গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ফাইজুদ্দিন ভূইয়ার ছেলে রবিউল এর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের প্রবাসী মাসুম বাগমারের বাড়ীর পাশে ঝুপের আড়ালে ঘটেছে। এ ঘটনায় রবিউলকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার শিংলাব এলাকার প্রবাসী মাসুম বাগমারের শারীরিক প্রতিবন্ধী মেয়েকে (১৫) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ী থেকে ডেকে নেয় লম্পট রবিউল। পরে তাকে জোরপূর্বক বাড়ীর পার্শে¦ নির্জন জঙ্গলে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে আসলে লম্পট রবিউল পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রবিউল এর পিতা ফাইজুদ্দিন ভিকটিম ও তার পরিবারকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এ ঘটনায় ভিকটিমের মা মুর্শিদা বেগম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা তৎসহ ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ধারায় গত ১ জুলাই ২০২৪ ইং তারিখে কালীগঞ্জ থানায় ২(৭)২৪ নং মামলা দয়ের করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লম্পট রবিউলকে আটক করে। মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় ২(৭)২৪ নং মামলা দায়ের করেছেন। আসামি রবিউলকে আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।