‘‘চিরিরবন্দরে রকেটের এক কর্মী ২৮ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে লাপাত্তা’’ সংবাদ প্রকাশের পর রকেটের ডিস্ট্রিবিউটার অবশেষে রকেট দোকানদার এজেন্টদের টাকা ফেরত দিয়েছেন। গতকাল ২ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় রকেটের ডিস্ট্রিবিউটার মোক্তার মিয়া প্রতিটি দোকানে গিয়ে প্রয়োজনীয় খোঁজ নিয়ে টাকা ফেরত দেন। দোকান মালিক আবদুর রাকিব, আবু সুফিয়ান, নয়ন জানান, ডিস্ট্রিবিউটার টাকা ফেরত দিয়েছেন। সুপার এজেন্ট মোক্তার মিয়া বলেন, দায়বদ্ধতা থেকে টাকা ফেরত দিয়েছি।
উল্লেখ্য গত ৩০ জুন রোববার সাদেকুল নামের রকেট এর কর্মী বিকেল ৫ টার পর উপজেলার শিমুলতলী বাজার হতে গার্মেন্টস বাজার হয়ে আতার বাজার পর্যন্ত অন্তত ২৫ টি রকেট এজেন্ট দোকানে ২৮ লক্ষ ৫৩ হাজার টাকা না দিয়ে উধাও হয়ে যায়।