সরকার আজিজ-বেনজীরদের তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার (২ জুলাই) সকালে প্রেসক্লাবে বিভিন্ন দাবিতে দলটির অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে মৃত্যু পথযাত্রী বানিয়েছে আওয়ামী লীগ। ভারতের সাথে আবারও সমঝোতা স্বাক্ষর করে দেশের স্বাধীনতা খর্ব করেছে সরকার।
জয়নুল আবদিন ফারুক আরও বলেছেন, সরকার আজিজ-বেনজীরদের তৈরি করেছে। ভারতের সাথে যে চুক্তি করা হয়েছে, মানুষ তা মানবে না। ছাগলকাণ্ডের মতো বিভিন্ন ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে সরকার।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, দেশকে মগের মুল্লুক পেয়েছে সরকার। ভারতের সাথে যে চুক্তিই করা হোক না কেন, মানুষ তা মানবে না।