দলীয় কার্যালয়ের সামনে বসে হাবিব চোকদার নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাবিব সদ্য অনুষ্ঠিত গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সমর্থক।
মঙ্গলবার দুপুরে শেবাচিমে চিকিৎসাধীন আহত হাবিব বলেন, সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে তিনি অবস্থান করছিলেন। আকস্মিকভাবে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের সহযোগি ইমরান মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরন ঘটনায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে তাকে (হাবিব) দেখা মাত্রই ইমরান মিয়া, হৃদয় ভূইয়া, রনি সহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে ফেলে রাখে।
এ বিষয়ে জানতে ইমরান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।