নীলফামারীর সৈয়দপুর একটি প্রথম শ্রেণীর পৌরসভা। ১৫ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। লোক সংখ্যা প্রায় ৪ লাখ। এ পৌরসভার বর্তমান মেয়র রাফিকা আকতার জাহান বেবী। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের অনিয়মিত বেতন নিয়মিত করেছেন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের সেবাগুলো নিয়মের মধ্যে এনেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল শহরের রাস্তা নির্মাণ বা সংস্কার। বর্তমানে ১৫টি ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা। কোন কোন রাস্তা চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। বলা চলে দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় সেগুলো খানাখন্দে পরিনত হয়েছে। ১৫টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র। বর্তমানে যে সকল রাস্তার কাজ চলমান আছে ওই কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে পুরাতন ইট তুলে তা ভেঙ্গে আবার রাস্তায় দেয়া হচ্ছে। পৌরসভার প্রতিনিধি ছাড়াই কাজ করতে দেখা গেছে ঠিকাদারকে। নিম্নমানের কাজ করার কারণে ওই রাস্তা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। সৈয়দপুর শহরবাসির এখন প্রধান দাবি রাস্তা সংস্কার। বিশেষ করে তামান্না হল থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তাটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। আর এ দাবি নিয়ে চলছে মিছিল, মিটিং মানববন্ধন। এ বিষয়ে মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, ‘সবাই চায় দায়িত্বে থাকা মেয়র কাজ করুক। শহরের উন্নয়ন করুক। আমিও চাই কাজ করতে। এ শহরের উন্নয়ন করতে। কিন্তু অর্থের অভাবে কাজ করতে পারি না। পৌরসভার তেমন কোন আয় নেই। যা আয় হয় তা দিয়ে বেতন ভাতা পরিশোধ করে থাকি। কারণ সবাই পেটের দায়ে কাজ করেন। বেতন না পেলে তাদের পরিবার চলবে কেমন করে’। তিনি বলেন, ‘পৌর কাউন্সিলররা কেন যেন হঠাৎ করে আমার বিপক্ষে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তাদের উচিত আমার সাথে বসে পরামর্শ করে কাজ করা। মেয়র ও কাউন্সিলর মিলে মিশে থাকলে অবশ্যই উন্নয়ন করা সম্ভব। কোথা থেকে ফান্ড আসবে। কার কাছে গেলে ফান্ড পাওয়া যাবে। এটি পৌর পরিষদকে বসে ঠিক করতে হবে। তা না করে আমরা গ্রুপ তৈরি করছি। একে অপরকে সহ্য করতে পারছি না। ফলে উন্নয়ন মুখ থুবরে পড়ছে’।