বগুড়া গাবতলী আবারও মঙ্গলবার ২ জুলাই সকাল ৮ আবারও সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলজ রেলগাড়ী (ট্রেন) ইঞ্জিনের পিছনের দুটি বগি সুখানপুকুর স্টেশনের উত্তরপাশে লাইনচ্যুত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ৩ বার এঘটনা ঘটলো। লাইনচ্যুত রেলগাড়ী (ট্রেন) টি স্টেশনের ২ নং লাইনে থাকায় ১ নং রেললাইন দিয়ে রেলগাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে বলে বগুড়া স্টেশন মাষ্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। গাবতলীতে সপ্তাহের ব্যাবধানে ৩ বার রেলগাড়ীর বগি লাইনচ্যুত ঘটনায় ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানাগেছে। যাত্রী ও সাধারণ মানুষ জানিয়েছেন, রেল কর্তৃপক্ষর উদাসীনতার জন্য বারবার রেলগাড়ী (ট্রেন) লাইনচ্যুত হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী বলে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।