রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান মুন্টু (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) রাত ২টার দিকে বাঘা-বানেশ^র সড়কের সারদা ট্রাফিক মোড়ে দূর্ঘটনায় সে নিহত হন। হাবিবুর রহমান মুন্টু বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও চারঘাট উপজেলার নন্দনগাছি কামিনী গ্রামের আবুল কাশের ছেলে।
জানা গেছে, সোমবার রাত ২টার দিকে পারিবারিক কাজ শেরে রাজশাহী থেকে সিএনজি নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি বাঘা-বানেশ^র সড়কের সারদা ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কায় দেয় সিএনজি। এতে সে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার নিহতের বিষয়ে নিশ্চিত করেন সহকর্মী মিল্টন হোসেন।