বগুড়া গাবতলী সুখানপুকুর রেল স্টেশনে আবারও ০২/০৭/২০২ তারিখে রেলগাড়ী (ট্রেন) লাইনচ্যুত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ৩ বার এঘটনা ঘটলো।
যাত্রী ও সাধারণ মানুষ জানিয়েছেন, রেল কর্তৃপক্ষর উদাসীনতার জন্য বারবার রেলগাড়ী (ট্রেন) লাইনচ্যুত হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।