নেত্রকোনার কলমাকান্দায় ভারি বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদণ্ডনদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। কলমাকান্দা উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সেই সঙ্গে পাহাড়ি ঢলে উপজেলার খারনৈ ইউনিয়নের খাকগড়া চৌরাস্তা এলাকায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে বিপাকে পড়েছে অন্তত ১৫টি গ্রামের ২০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ভারি বৃষ্টি হওয়ায় আবারও পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। সেই সঙ্গে নদণ্ডনদীর পানি বাড়ছে। এ ছাড়া কলমাকান্দার-দূর্গাপুর সড়কের রহিমপুর হতে খারনৈ ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তাটি খাকগড়া চৌরাস্তা এলাকায় ভেঙে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ওই ইউনিয়নের শ্রীপুর, কাইতাপুর, বিশ্বনাথপুর, বেলুয়াতলী, সেনপাড়া সহ অন্তত ১৫টি গ্রামের মানুষ বিপাকে পড়েছে।
এদিকে কলমাকান্দা উব্দাখালী নদীর পানি বিপৎসীমা ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে, পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।খারনৈ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, পানি বেড়ে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে। সেই সঙ্গে প্রবল স্রােতে পানি প্রবাহিত হচ্ছে। এতে বিপাকে পড়েছে পানিবন্ধি ৮টি ইউনিয়নের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, কলমাকান্দায় ভারী বৃষ্টিপাত হওয়ায় আবারও পানি বাড়তে শুরু করেছে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এবার বন্যার শঙ্কা ব্যাপক আকার ধারণ করা হচ্ছে।