সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ৬ই জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, লোহাগড়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজপথের লড়াকু সৈনিক মুজিব আদর্শের রাজপথ কাঁপানো নেতা,বিএনপি -জামাতের হামলার শিকার, বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুচ আলীর সন্তান বারবার কারাবরনকারী সাবেক সফল লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও নড়াইল জেলা যুবলীগের সদস্য শেখ সদরউদ্দিন শামিম লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী। উপজেলা যুবলীগের নেতা-কর্মীসহ সমর্থকরা শামীমকে সভাপতি হিসাবেই দেখতে চায়।
শামীম বর্তমানে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় জেলে রয়েছেন। মুজিব আদর্শের এই নেতা জেল থেকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন বলে তার ভাই সালাউদ্দিন আরিফ জানিয়েছেন। শামীম উপজেলা যুবলীগের সকল নেতা ও কর্মীদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।