ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেনী কক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আফিয়া আক্তার শ্রেণি কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই শিক্ষার্থী সুগন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম ওবায়দুল্লাহ আমিন ও ঝালজাঠি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে। সে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের তেরআনা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা ঝালকাঠি সদর উপজেলা কোয়াটারে বসবাস করে।
স্কুলের গণেশ ভবনের (নতুন ভবনের) চতুর্থ তলার (৪০৩ নাম্বার রুমে) বন্ধ কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আফিয়া।
ভিকটিমের পিতা ও সহপাঠীদের জানায়, ভিকটিম আফিয়া আক্তারের সাথে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান তনয় (১৫)য়ের সাথে প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে ভিকটিমের পিতা এসএম ওবায়দুল্লাহ আমিন রোববার রাতে ভিকটিমকে সম্পর্ক ছিন্ন করার জন্য শাসন করেন। এছাড়াও স্কুল চলাকালীন সময়ে ভিকটিম আফিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে তার সহপাঠীরা হাসিতামাশা করলে ভিকটিম আফিয়া আক্তারের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এ ঘটনায় শিক্ষকদের কাছে বিচার চেয়ে অভিযোগ জানায় আফিয়া। বিচারে সন্তুষ্ট না হওয়ায় ওই বিষয় নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে ভিকটিম আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মনিং শিপ্টের শিক্ষার্থী আফিয়া আক্তার সকালে বিদ্যালয়ে আসে। পরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।