লিবিয়ায় জিম্মি রাজশাহীর দুর্গাপুরের ওয়াশিমকে দেশে ফিরিয়ে দিতে মাফিয়ার পরিবারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে ইউপি চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যানের এমন আল্টিমেটামে মাফিয়াদের হাতে নির্যাতিত ওয়াশিমকে ফিরে পাওয়ার আশায় ওয়াশিমের পরিবার ও কাঠালবাড়ীয়া-সায়বাড় এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
গত ৩০জুন অনলঅইন নিউজ এজন্সি ফেয়ার নিউজ টুয়েন্টি ফোর ডম কম- নিউজ পের্টালে “মা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বিষয়টি জরুরীভাবে সমাধান ও মাফিয়াদের হাতে জিম্মি ওয়াশিমকে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে ঝালুকা ইউপি চেয়ারম্যানের নিকট নির্দেশনা আসে। জেলা প্রশাসনের নির্দেশনায় তাৎক্ষনিকভাবে ইউপি চেয়ারম্যান আকতার আলী ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসীদের মাধ্যমে লিবিয়ায় জিম্মি ওয়াশিমের পরিবার ও জিম্মি করে রাখা একই গ্রামের ইসমাইলের পরিবারের সদস্যদের নিয়ে কাঠালবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈঠকে বসে। স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়ালের সভাপতিত্বে বৈঠকে উভয় পক্ষের অভিযোগ আপত্তি শুনেন ও উপলব্ধি করেন। ইউপি চেয়ারম্যান আকতার আলী সহ বৈঠকে উপস্থিত উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ ওয়াশিমকে জিম্মি করে রাখা মাফিয়া ইসমাইলের পিতা গোলাম মোস্তফা, সহোদর ভাই খসরু ও রুস্তমের সাথে আলাদা ভাবে কথা বলেন। পরবর্তীতে ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে নেওয়া সিদ্ধান্ত লিবিয়ায় জিম্মি করে রাখা ওয়াশিমকে এক সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে দিতে হবে জিম্মি করে রাখা মাফিয়া ইসমাইলের পরিবারের সদস্যদের আল্টিমেটাম দেন ইউপি ইউপি চেয়ারম্যান আকতার আলী।
পরে মাফিয়া ইসমাইলের পরিবারের সদস্যরা মোবাইল ফোনে মাফিয়া ইসমাইলের সাথে কথা বলে ওয়াশিমকে দেশে ফিরিয়ে আনতে ১০ দিনের সময় প্রার্থনা করলে বৈঠকে উপস্থিত ইউপি সদস্য আবদুল আওয়াল, মোসাব্বির রহমান, আতাবুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তাকিন, বাবুল হোসেন, রাজমহল সহ এলাকাবাসী সময় প্রার্থনা মেনে নিয়ে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেন। ইউপি চেয়ারম্যান আকতার আলীর এই উদ্দ্যোগকে এলাকাবাসী শ্রদ্ধার সাথে দেখছেন। ১০ দিন পর ছেলেকে ফিরিয়ে পাবার আশায় বুক বেঁধে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন জিম্মি ওয়াশিমের পরিবার সহ এলাকাবাসী।
এ বিষয়ে লিবিয়ায় জিম্মি ওয়াশিমের মা পেমেলা বিবি বলেন, প্রায় ৫ মাস থেকে আমার সন্তানকে জিম্মি করে নির্যাতন করে আসছে মাফিয়া ইসমাইল। মাফিয়া ইসমাইল আমার সন্তানকে জিম্মি থেকে মুক্ত করতে ২০ লাখ টাকা দাবী করে। আমি দরিদ্র মানুষ টাকার জোগার করতে না পারায় জিম্মির হাত থেকে মুক্ত করতে পারিনি আমার সন্তানকে।
দীর্ঘ ৫মাস ধরে সন্তানকে মুক্ত করতে অনেকের কাছে গিয়েছি কিন্তু কোন উপায় হয়নি। সর্বশেষ গত গত ২৭ জুন রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আমার সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সাংবাদিক সম্মেলন করি। সাংবাদিক সম্মেলনের পর ৩০জুন অনলঅইন নিউজ এজন্সি ফেয়ার নিউজ টুয়েন্টি ফোর ডম কম- নিউজ পের্টালে সংবাদ হলে ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান আকতার আলী উভয় পক্ষকে নিয়ে মাফিয়ার পরিবারকে ১০ দিনের সময় দেন। আমার সন্তানকে ১০ দিন পর ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছি। এ বিষয়ে মাফিয়া ইসমাইলের ভাই খসরুর সাথে কথা হলে তিনি বলেন, ওয়াশিমের বিষয় নিয়ে চেয়ারম্যান বৈঠক বসিয়েছিলো। ওয়াশিমকে দেশে ফিরিয়ে আনতে আমাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে। আমরা ইসমাইলের সাথে কথা বলে চেয়ারম্যানের সিদ্ধ মেনে নিয়ে লিখিতভাবে মুচলেকা দিয়েছি। এ বিষয়ে ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী বলেন, সায়বাড় গ্রামের আবদুস সাত্তারের পুত্র ওয়াশিমকে একই গ্রামের গোলাম মোস্তফার পুত্র ইসমাইল লিবিয়ায় জিম্মি করে নির্যাতন চালানোর বিষয়টি জরুরীভাবে সমাধানের জন্য জেলা প্রশাসন থেকে আমাকে অবহিত করলে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গত বুধবার বৈঠকে বসি। বৈঠক থেকে মাফিয়ার পরিবারের সাথে কথা বলে ওয়াশিমকে দেশে ফিরিয়ে আনতে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে উভয় পক্ষের সদস্যবর্গ ও বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত ভাবে ইসমাইলের পরিবারের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আশাকরছি ১০ দিনের মধ্যে লিবিয়ায় জিম্মি ওয়াশিম আমাদের মাঝে ফিরে আসবে।