গাজীপুরের কাপাসিয়ায় দুই পেট্রোল পাম্প মালিক কে ওজনে কম দেয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারের মেসার্স মোল্লা ফিলিং স্টেশনের মালিককে ১ লাখ টাকা ও ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার বাওরাইট এলাকার মেসার্স তাসনীম ফিলিং স্টেশনের মালিক কে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও একেএম লুৎফর রহমান জানান, দুটি ফিলিং স্টেশনেই পেট্রোল, ডিজেল ও অকটেন ওজনে পরিমাপকালে কম পাওয়া যায়। তাদেরকে ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা মোতাবেক ০২টি মামলায় জরিমানা করা হয়েছে।
এসময় গাজীপুর জেলার বিএসটিআইয়ের পরিদর্শক আবিদ হাসনাত উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।