দিনাজপুরে নবাবগঞ্জে গরুর সঙ্গে অটোভ্যানের ধাক্কা খেয়ে আবু বক্কর সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নবাবগঞ্জ-বিরামপুর পাকা সড়কে গরীবপাড়া নামক স্থানে এ দূঘটনা ঘটে। নিহত আবু বক্কর সরকার (হিরু মিয়া) (৬৫) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর (ঠাকুরদাশ লক্ষীপুর) গ্রামের মৃত্যু মোজাব উদ্দিন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১জুলাই) দুপুর ১টায়
গোলাপগঞ্জ বাজার থেকে ওষুধ নিয়ে ভ্যান যোগে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করলে গোলাপগঞ্জ বাজার হতে সিতারকোর্ট বাজারের মাঝামাঝি গরীবপাড়া নামক স্থানে ০৫টি গরু রাস্তা পার হওয়ার সময় ১টি গরুর সাথে চলন্ত ভ্যানটির ধাক্কা লাগে ভ্যান হতে ছিটকে পরে রাস্তার পার্শ্বে থাকা বৈদ্যুতিক পিলারে লেগে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয় আবু নক্কর সরকার। এ সময় ভ্যান চালক জাহিদুল ইসলাম ভ্যান যোগে তাৎক্ষণিকভাবে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করালে আবু বক্কর সরকার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।