মুলাদীতে প্রায় ২০ লাখ টাকা নিয়ে এক আদম ব্যাপারী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আবদুর রব ফরাজীর ছেলে এনায়েত ফরাজী ওই ইউনিয়নের ৭জনকে বিদেশ নেওয়ার কথা বলে এ টাকা হতিয়ে নেন। তিনি গত ১৫জুন পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে উধাও হয়ে যান। এ ঘটনায় প্রতারণার শিকার ইসহাক খোনার নামের এক ব্যক্তি গত রোববার রাতে মুলাদী থানায় অভিযোগ করেছেন।
মামলা এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, এনায়েত ফরাজী বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন। তিনি এলাকার বেকার যুবকদের দুবাই নেওয়ার আশ্বাস দিয়ে গত এপ্রিল মাসে কাজিরচর ইউনিয়নের কৃষ্ণরুদ্র গ্রামের ইসহাক খোনারের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন। এ ছাড়া তিনি এপ্রিল ও মে মাসের বিভিন্ন সময়ে চরকমিশনার গ্রামের মোহাম্মদ আলী ফরাজির কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা, সুমন সরদারের থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা, হেমায়েত ব্যাপারী থেকে ৪ লাখ টাকা, রাজ্জাক ফকির থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং কালাম সরদারের থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন।
বিদেশ গমনেচ্ছুক পরিবারের বেকার যুবকদের প্রথমে দুবাই নেওয়ার কথা বলে প্রত্যেককে ‘ভুয়া’ ভিসা দেন এনায়েত ফরাজী। ওই ভিসা দিয়ে মোহাম্মদ আলী ফরাজী, সুমন সরদার ও নাঈম নামের ৩ যুবক বরিশালে তিনদিন প্রশিক্ষণও দেন। পরবর্তীতে তারা যাচাই করতে গিয়ে জাল ভিসার বিষয়টি জানতে পেরে আদম ব্যাপারী এনায়েত ফরাজীকে অবহিত করেন। ওই সময় এনায়েত ফরাজী নিজের ভুল স্বীকার করে সবাইকে তুর্কিস্থানের ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। গত ১৫ জুন থেকে এনায়েত ফরাজী স্ত্রী-পরিবার নিয়ে এলাকা থেকে অজ্ঞাতস্থানে চলে যান।
ভূক্তভোগী ইসহাক খোনার জানান, ‘ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জায়গা-জমি বিক্রি করে এনায়েত ফরাজীকে টাকা দিয়েছি। তিনি প্রথমে জাল ভিসা দিয়ে প্রতারণা করেন। পরে তুর্কিস্থান নেওয়ার কথা বলে এলাকা ছেড়ে পালিয়েছেন। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এনায়েত ফরাজীকে ট্র্যাক করা হয়েছে। তিনি ২/৩ দিনের মধ্যে এলাকায় ফিরে ভুক্তভোগী পরিবারগুলোকে ভিসা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি না ফিরলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।