বরিশালের মুলাদীতে ডোবার পানিতে ডুবে এশামনি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এশামনি চরনাজিরপুর গ্রামের আল আমিন সিকদারের মেয়ে। এশামনির স্বজন রাকিবুল ইসলাম জানান, সোমবার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলতে ছিলো। কোনো একসময় সে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। বেশ কিছু সময় পরে তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, শিশুর বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।