নোয়াখালীর সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনবাগ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু। সোমবার বিকাল ৫টার সময় উপজেলা পরিষদের নিজ অফিস কক্ষে তিনি ওই মতবিনিময় সভাটি করেন। এ সময় তিনি সাংবাদিকর সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য সাইফুল আলম দিপু শপথ নেওয়ার একদিন পর দায়ীত্ব গ্রহন করেন। এরপর ডেঙ্গুতে আক্রান্ত হয় চিকিৎসাধীন ছিলেন, সুস্থ্য হয়ে সোমবার তিনি প্রথম অফিস করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিসান বিন মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সহসভাপতি সাখাওয়াত উল্লাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসাইন সুমন সহ সেনবাগে কর্মরত সাংবাদিক বৃন্দ।