বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নগরীর বেতপট্টিস্থ মহানগর কার্যালয়ে মহানগর যুবলীগের আয়োজনে আয়োজিত কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম। আয়োজিত অনুষ্ঠানে রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হাফিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, দপ্তর সম্পাদক আরবাব হোসেন রিয়েল প্রমূখ। এ সময় রংপুর মহানগর ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজনে পবিত্র কুরআন পাঠ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকের বক্তব্য পরে মহানগর নেতৃবৃন্দ ও অতিথি, প্রধান বক্তা এবং প্রধান অতিথির বক্তব্য শেষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয় অতঃপর সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।