প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে পর পর মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে পৃথক দুইটি কমিটি করা হয়েছে। একটি কমিটি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। অপরটি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কমিটি দুইটি গঠন করা হয়েছে।
জানা যায়, গত রোববার হালদা নদীর আজিমারঘাটের বাঁকে ১৯ কেজি ৩শ গ্রাম ওজনের একটি কাতলা মাছ মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত মাছটি দৈর্ঘ্য ১শ ১৮ সেন্টিমিটার। গত শুক্রবার নদীর কুমার খালী এলাকায় ১০ কেজি ওজন ও ৫৮ সেন্টিমিটার দৈর্ঘ্যরে ১টি কাতলা মাছ ও একই সময় কথিত স্হানে সামান্য দূরে ১২ কেজি ওজন ও ৯৮ সেন্টিমিটার দৈর্ঘ্যরে দুইটি মৃত কাতলা মাছ পাওয়া যায়। তাছাড়া গত বুধবার রাউজানে উরকিরচর আরবান আলী চৌধুরী ঘাটে একটি মৃত রুই মাছ পাওয়া যায়। তার ও কয় দিন আগে নদীতে ১২ কেজি ওজন ১ টি মৃত কাতলা মাছ পাওয়া যায়। এর আগে ১টি ডলফিন মৃত অবস্থায় পাওয়া যায়। পর পর মাছ ও ডলফিনের মৃত্যুর অস্বাভাবিক ঘটনা হালদা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রশাসনকে ভাবিয়ে তুলছে।
মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে করতে দায়িত্বশীল প্রশাসনের পক্ষ থেকে দুইটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে। অন্যটি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে করা কমিটিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মাইদুজ্জামানকে প্রধান করে মৎস্য বিভাগের ৪ কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র রিচার্স কর্মকর্তাকে প্রধান করে মহানগর ও জেলা কার্যালয়ের ৪ জন টেকনিক্যাল কর্মকর্তা সদস্য করে কমিটি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে করা কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ মাছের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কমিটি গঠন করার কথা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, হালদা নদীকে দূষন মুক্ত রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আরো কারনের মধ্যে রয়েছে নদীতে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা ব্যাকটরিয়াল কোন কারণে মাছের শ্বাস রোধ হয়ে মাছ মারা গেছে কিনা তা ও দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।