কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খিলা সড়কে মডেল মহিলা কলেজ সংলগ্ন মাতৃসেবা ক্লিনিকে সম্প্রতি মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেছে। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলা সদরের নাঙ্গলকোট খিলা সড়কে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের পশ্চিম পাশে মাতৃসেবা ক্লিনিকটি গত ১৬ জুনের পূর্বে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তালা ভেঙ্গে ক্লিনিকের ভিতরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এবং পরে চোরেরদল ক্লিনিকে অন্য একটি তালা লাগিয়ে দেয়। এ সময় ক্লিনিকের ভিতরে থাকা আল্ট্রা মেশিন, ইসিজি মেশিন, ১টি এনালাইজার, কম্পিউটার ফুল সেট, একটি এসি, একটি জেনারেটর এবং প্যাথলজির জিনিসপত্র নিয়ে যায় আর আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।
হাসপাতাল পরিচালক উপজেলার মাহিনীয়া বাড়ির বেলাল হোসেন বলেন, আমি হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য ২২ ফেব্রুয়ারি তালাবদ্ধ করে রাখি। লাইসেন্স এর অপেক্ষায় হাসপাতাল সাময়িকের জন্য বন্ধ রাখি। এরই মাঝে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হাসপাতালের সকল মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।