নীলফামারীর সৈয়দপুর শহরের নিচু কলোনীবাসির দুর্ভোগের শেষ নেই। প্রতিদিনের বাসা বাড়ীর ব্যবহৃত পানি এবং আকাশের পানি ছোট ড্রেন দিয়ে বড় ড্রেনে গিয়ে পড়ার কথা। কিন্তু ওই পানি বড় ড্রেনে না পড়ে উল্টো বড় ড্রেনের ময়লা আবর্জনার পানি বাসা বাড়ির ভিতর প্রবেশ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সকল বাসাবাড়ীর মালিক। এলাকার শহীদুল ইসলাম বলেন,পানি নিষ্কাশনের জন্য পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ করা হয়। তাদের পরিকল্পনা মতে ছোট ড্রেনের পানি পড়বে বড় ড্রেনে গিয়ে। কিন্তু সেটি এখন উল্টো হয়েছে। পানি বড় ড্রেন থেকে প্রবেশ করছে মানুষের বাসাবাড়ীতে। হাঁটু পানি জমে এক দুরাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার মানুষ পড়েছে চরম বিপদে। এ বিষয়টি এলাকার লোকজন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদকে অবহিত করলে তিনি ঘটনা স্থানে ছুটে আসেন। কেন ড্রেনের পানি বাসা বাড়িতে প্রবেশ করছে তার কারণ খুজেন। সাথে সাথে তিনি তার লোকজন দিয়ে আবর্জনা পরিস্কার করেন। বড় ড্রেনের পানি নিস্কাশনের একটা প্রাথমিক ব্যবস্থা করে দেন। তবে এটি কোন স্থায়ী সমাধান নয় এমন কথা জানালেন সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ। এ ব্যাপারে কাউন্সিলর বেলাল আহমেদ বলেন, পানি নিষ্কাশনের ডোবার এক পাশে মাটি ভরাট করে বিউটি সাইকেল স্টোরের মালিক ইমারত নির্মাণ করেছেন। অপরপাশে ময়লা আবর্জানায় ডোবা ভর্তি হয়েছে। আর এ কারণে বাসা বাড়িতে পানি প্রবেশ করছে। এটির স্থায়ী সমাধান পেতে আগামী নভেম্বর, ডিসেম্বর মাস পযর্ন্ত অপেক্ষা করতে হবে। অপরপাশে শহরের খেজুরবাগ মসজিদ থেকে মহিলা কলেজ মোড় পর্যন্ত রাস্তাটি ভরে গেছে ড্রেনের পানিতে। কাউন্সিলর নজরুল ইসলাম রয়েলকে এলাকাবাসী বার বার বিষয়টি অবহিত করলেও কাজ হয়নি কোন।