রংপুরের পীরগাছায় বেসরকারি মানবাধিকার ও উন্নয়নমূলক সংস্থা নাগরিক উদ্যোগ এর আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের সাথে উপজেলা পর্যায়ের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাগরিক উদ্যোগ আঞ্চলিক কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক অধিকার দলের সাবেক সভাপতি মাহবুবার রহমান লাঞ্চু।
কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভায় বক্তব্য দেন, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, পীরগাছার থানার এসআই হামিদার রহমান, নাগরিক উদ্যোগ এর আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, নাগরিক উদ্যোগের আঞ্চলিক কর্মকর্তা শ্যামল মোহন্ত, রংপুর জেলা পরিষদ সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান, সমাজ সেবক শাহ মো: রবিউল ইসলাম, আরজেএমএফ সদস্য শাহনাজ আক্তার শিউলিসহ অনেকে।
সভায় জানানো হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৭০টি অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে ১৩৬টি অভিযোগ মিমাংসা করে আঠারো লক্ষ নয় হাজার একশত টাকা আদায় করা হয়। এতে ১৪২ জন নারী এবং ১৬৩ জন পুরুষ উপকৃত হন।