পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুফলভেগী কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী জাতের রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।