নীলফামারীর জলঢাকায় অভিনব কায়দায় পাথরবোঝাই একটি ট্রাকে ফেনসিডিল বহনকালে ট্রাকসহ ২ যুবককে আটক করেছে থানাপুলিশ। এ সময় ট্রাকে বহনকারী পাথরের নিচ থেকে ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাটি রোববার রাতে উপজেলার ডালিয়া রোডস্থ বালাগ্রাম ইউনিয়নের মন্থের ডাঙ্গা নামক এলাকার। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বাউরা নবীনগর ঝুমুর আলীর বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে ট্রাকচালক সোহেল রানা মিঠু (২৮) এবং একই এলাকার হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির ওরফে জসিম (২৮)। এ ঘটনায় সোমবার জলঢাকা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়, মামলা নং-০১। জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে ট্রাকসহ আটক করি। তিনি আরও জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।