দিনাজপুরের চিরিরবন্দরে রকেটের এক কর্মী বিভিন্ন এজেন্ট দোকানদারকে টাকা না দিয়ে লাপাত্তা রয়েছে। এ ঘটনায় দোকান মালিকগণ ডিলারের কাছে অভিযোগ দায়ের করেছে।
দোকান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, গত ৩০ জুন রোববার সাদেকুল নামের রকেট এর কর্মী বিকেল ৫ টার পর উপজেলার শিমুলতলী বাজার হতে গার্মেন্টস বাজার হয়ে আতার বাজার পর্যন্ত অন্তত ২৫ টি রকেট এজেন্ট দোকানে ২৮ লক্ষ ৫৩ হাজার টাকা না দিয়ে উধাও হয়ে গেছে। বেলতলী বাজরের দোকান মালিক আবু সুফিয়ান জানান, তার দোকান থেকে ৯৫ হাজার টাকা, আবদুর রাকিব জানান তার ১ লক্ষ ৫০ হাজার টাকা, তাজউদ্দিন জানান তার ১০ হাজার টাকা, নয়ন নামের আরেক দোকানদার জানান তার ২০ হাজার টাকা, নয়াবাজার এলাকার দোকানদার হাসিনুর জানান, তার ৩ লাখ ৬০ হাজার টাকা। এজেন্ট ব্যবসায়ী আবদুর রাকিবসহ সকলেই জানান, আমরা ডিলারের (ডিস্টিবিউটার) ০১৩৩১৯৫৮০৭৪(৫) নম্বরে ওই টাকা পাঠিয়েছি। তারপর তার নিয়োগকৃত ব্যাক্তি আমাদের দোকানে এসে টাকা দিয়ে যায়। আমরা কোন ব্যাক্তির কাছে টাকা দেই নাই।
এ ব্যাপারে জানতে এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা ব্যাংক থেকে একজন সুপার এজেন্ট নিয়োগ দেই। অফিস থেকে শুধুমাত্র সার্ভিসটা নিশ্চিত করি। এজেন্ট দোকানদের বাকিতে টাকা দিতে নিষেধ করি। সুপার এজেন্ট বা ডিস্ট্রিবিউটাররা কৌশলে তাদেরকে তাদের মত করে বুঝিয়ে আগে টাকা নেয়, পরে টাকা সরবরাহ করে, এটা ব্যাংকের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এ ঘটনায় সুপার এজেন্ট মোক্তার মিয়া বলেন, রক্ত বিক্রি করে হলেও সকলের টাকা ফেরত দিব। তবে কয়েকদিন সময় লাগবে। থানায় যোগাযোগ করেছি। সকল এজেন্ট দোকানদারকে আপাতত ধৈয্য ধারনের অনুরোধ করছি।