দিনাজপুরের চিরিরবন্দরে নামাজের সিজদাহরত অবস্থায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ায় ঘটেছে।
স্থানীয়রা জানান, গত ৩০ জুন রোববার মৃত নছির উদ্দিন ওরফে নালু মোহাম্মদের ছেলে পাশর্^বর্তি মামুদপুর রসুলপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ শাহাবদ্দিন (৮৫) মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের ১ রাকায়াতের সময় সিজদাহরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এ সময় জামান, রবিউল, আমিনুল নামের মুসল্লীরা নামাজ শেষে তাকে বাড়িতে নিয়ে যায়।
মসজিদের সর্দার আবদুল হামিদ জানান, মৃত ব্যাক্তি অত্যন্ত সৎ ও পরহেজগার ব্যাক্তি ছিলেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন ও পরোপকারী ব্যাক্তি ছিলেন। কারো সাথে কোনদিন খারাপ ব্যবহার করতেন না। তাঁর স্ত্রী ও ৩ মেয়েও পরহেজগারী ও পর্দানশীল। আব্দুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ জানান, তিনি ভাল মানুষ ছিলেন। গতকাল ১ জুলাই সোমবার বেলা ১১ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।