ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে আমন বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় গফরগাঁও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এস এম মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, কৃষি সম্প্রসারণ অফিসার জামিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবসহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা- কর্মচারী প্রমুখ।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের খরিপ ২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি ডিএপি সার।