ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১জুলাই) সকালে উপজেলা সমাজ সেবা কতৃক আয়োজিত অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে চেক বিতরণের সভা অনুষ্ঠিত। উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ভাইসচেয়ারম্যান শারমিন আক্তার, জাতীয় পাটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৪৬হাজার টাকা, এতিমখানা ৮৬৬ জন কেপিটেশন গ্রান্ড ভক্ত নির্বাসির ২হাজার টাকা হারে ৬মাসের ১ কোটি ৩ লাক্ষ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।