৪র্থ বারের মতো শপথ নিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস.এফ.এ.এম শাহজাহান। সোমবার দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহম্মদ সিদ্দীক এ শপথ বাক্য পাঠ করান। এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.ফয়সলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে ৫ জুন উপজেলা নির্বাচনে বিপুল ভোটে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। ২৩ জুন নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী শপথ গ্রহন করলেও উপজেলা চেয়ারম্যান পবিত্র হজ্জ¦ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তিনি শপথ নিতে না পারায় শনিবার তিনি শপথ গ্রহন করেন।