টাঙ্গাইলের দেলদুয়ারে বিল্লাল মিয়া (৬০) নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার এলাসিন ইউনিয়নের দড়িপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বিল্লাল মিয়া দড়িপাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন জানান, বিল্লাল মিয়া অভাবগ্রস্থ ও অসহায় ছিল। হয়তো হতাশাগ্রস্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার জানান, নিজ বাড়ীর বড়ই গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।