নওগাঁর মহাদেবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের ভোট উত্তর মেজবানে মানুষের ঢল নামে। রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলা সদরের ডাক বাংলোয় এই মেজবানের আয়োজন করা হয়। গত ৫ জুন নির্বাচনে আনারস প্রতীকের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পাঁচ হাজারের বেশি মানুষ এতে অংশ নেন। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তাদেরকে স্বাগত জানিয়ে মহাদেবপুরকে দূর্নীতিমুক্ত ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং তাদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন।
অন্যদের মধ্যে আনারস প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা কাজী নুরুজ্জামান বেলাল, সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, সদস্য আবদুল মান্নান, ইয়াকুব আলী, ছাত্রলীগ নেতা সুমন রহমান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মার্জিয়া সুলতানা তৃষা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।