জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও জঙ্গিবাদের বাইরে নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
হাবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এর বাইরে নয়। তবে বাংলাদেশের পুলিশ, র্যাব, এন্টি টেররিজম, কাউন্টার টেররিজম ইউনিটসহ জঙ্গি দমনে অন্যান্য যত ইউনিট রয়েছে, তাদের জোরালো তৎপরতা ও দূরদর্শিতায় বাংলাদেশ খুবই ভালো অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ দমন ও নির্মুলে বাংলাদেশ রোল মডেল হিসাবে পরিচিত পেয়েছে।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি জঙ্গি হামলা হওয়া পর তারা অভিযান পরিচালনা করে। বাংলাদেশই একমাত্র উদাহরণ যে জঙ্গিদের অপারেশন হওয়ার আগে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পেরে আমরা আগেই ব্যবস্থা নিয়ে নির্মুল করতে সক্ষম হয়েছি।
ডিএমপি কমিশনার বলেন, অনলাইনে জঙ্গিদের তৎপরতা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মুলে আইন-শৃঙ্খলা বাহিনীর সিটিটিসি, ডিবি, সিআইডি ও এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা মনে করি যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে রয়েছে। ফলে আমাদের চলমান শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো আমাদের নজরদারির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হচ্ছে।