বাগেরহাটের শরণখোলায় ইভলভ প্রকল্পের সিএনআরএস সহযোগীতায় জেন্ডার বান্ধব জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরির জন্য বাজেট বৃদ্ধি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাহেব আহম্মদ নাঈম। অনুষ্ঠান পরিচালনা করেন ইভলব প্রকল্পের শরণখোলা উপজেলার মাঠ সহায়ক মোঃ আজাহারুল হক।
সিএনআরএস ইভলভ প্রকল্পের সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরি প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সংলাপে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষীত আসনে মহিলা মেম্বার, সাংবাদিক ও সিএসও নেটওয়ার্ক সদস্যবৃন্দ অংশ নেয়। জাতীয় পর্যায়ে সমন্বিত ভাবে বাজেট বরাদ্ধ বৃদ্ধির জন্য দাবি জানানো হয়।