মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বাগেরহাট শাখার সাংগঠনিক সম্পাদক ও শরণখোলায় শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম হাওলাদারের পিতা বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
কদমতলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার শুক্রবার রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রায়েন্দা ফায়েল খায়ের ভবনে তাকে রাস্ট্রীয় সম্মান ও জানাজা শেষে উত্তর কদমতলা গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ কালীন কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাইসহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার এর মৃত্যুতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, বিএনপি নেতা খান মতিউর রহমান, আনোয়ার হোসেন পঞ্চায়েত, ডাঃ শফিকুল ইসলাম, শিমুল গাজী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।