যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম (৫২) সরকারি ম্যাপের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষমতার জোরে রাস্তার উপর গ্রেড ভীম স্থাপন করেছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বামনআলী সায়েমপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু তালেব (৫০)। এ বিষয়ে থানা পুলিশ ব্যবস্থা নিলেও সেটা মানতে নারাজ সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের বামনআলী (সায়েমপাড়া) গ্রামে ১৯৯০ সালের আর.এস রেকর্ড অনুযায়ী সাবেক ইউপি সদস্যের বসতবাড়ির ডান পাশে একটি সরকারি রাস্তা রয়েছে।
সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বসতবাড়ির ডান পাশে সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার পাশে আবু তালেবের গেট বিশিষ্ট বসতবাড়ি রয়েছে।
সাবেক এই ইউপি সদস্য তার বসতবাড়ির ডান পাশের রাস্তা দখল করে আবু তালেবের বসতবাড়ির গেট ভেঙ্গে দেয়ার হুমকি দেন। সম্প্রতি সন্ধ্যায় আবু তালেবের বসতবাড়ির সামনে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এসে বসতবাড়ির গেট বন্ধ করে দেয়। আবু তালেব এ ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ করেন। থানার পুলিশ সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে সরকারি রাস্তার ওপর কোন কিছু নির্মাণ করতে নিষেধ করে দেন এবং আবু তালেবের সাথে বিবাদে জড়াতে নিষেধ করে দেন।
সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, থানার পুলিশ অফিসার ও ইউপি চেয়ারম্যান আমাকে কাঁটা তারের বেড়া দিতে বলেছেন। বাশের খুটি দিলে তো থাকবে না। তাই আমি কাঁটা তারের বেড়া দিতেই গ্রেট বীমের কলম দিয়েছি। তবে আবু তালেবের গেট বন্ধের বিষয়ে তিনি অস্বিকার করেন।
গদখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ বলেন, ওটা রফিকুলের পৈত্রিক ভিটা। এলকাবাসীর সুবিধাতে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। আর বাড়ির নিরাপত্তার জন্য গ্রেট বিম দিয়েছে। আমরা তাকে বলেছি কাটা দিতে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, গ্রেড বিম দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। কাঁটা তারের বেড়ার বিষয়ে চেয়ারম্যান প্রিন্স বলেছেন। সরকারি রাস্তা যে ভাবে আছে সে ভাবে পড়ে থাকবে। ওটা কেউ দখল করবে না।