যশোর জেলা বিএনপির সমাবেশ সফলের লক্ষে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি কতৃক আয়োজিত প্রস্তুতি সভায় কেশবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মশিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হালিম অটল সহ ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণত সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।