ঝিনাইদহের শৈলকুপায় মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর অরণ্য নামের এক সাংবাদিক কে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৩টার দিকে কবিরপুর তার ব্যবসায়িক প্রতিষ্টানে। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত পত্রিকার শৈলকূপা উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করে। আলমগীর হোসেন বলেন উপজেলার দেবতলা গ্রামের মেহেদী নামের এক ব্যক্তি আমার মোবাইলের দোকানে এসে মোবাইলে ২০টাকার একটি রির্চাজ কাড নেয়। কাডের টাকা না দিয়ে চলে যাবার সময় তার সাথে বাকবিতন্ড হয়।তাতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে কুপিয়ে গুরুত্বর ভাবে আহত করে তারা পালিয়ে যায়।আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কতব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান সাংবাদিক আলমগীরের উপর হামলার ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনার সাথে যারা জড়িত তাদের আটক করার জন্য বিভিন্ন যায়গা অভিযান চলছে।