বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নির্বাচিত হয়েছেন রেহানা আশিকুর রহমান। তিনি এই পদে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট এ সংবর্ধনার আয়োজন করে। রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রামের সঞ্চালনায় ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ। সোসাইটির আজীবন সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনা ও আলোচনাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।