দিঘলিয়া উপজেলার ৪টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ এ অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪টি কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৫৭৭ জন। এর মধ্যে ছাত্র ২৭৪ জন ও ছাত্রী ৩০৩ জন। দিঘলিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ও কলেজের শিক্ষকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়। দিঘলিয়া সরকারি এমএ মজিদ কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৩৪ জন। এদের মধ্যে ছাত্র ৭৫ জন ও ছাত্রী ৫৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩২ জন। এদের মধ্যে ১ জন ছাত্র ও ১ জন ছাত্রী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকে। সেনহাটি আলহাজ¦ সারোয়ার খান ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৮৫ জন। এদের মধ্যে ছাত্র ১৩৮ জন ও ছাত্রী ১৪৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৩ জন। ২ জন ছাত্র ও ১ জন ছাত্রী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকে। এদিকে আলহাজ¦ মোল্যা জালাল উদ্দীন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল ১৫৮ জন। এদের মধ্যে ছাত্র ৬১ জন ও ছাত্রী ৯৭ জন। এ কলেজের কেন্দ্র অন্য উপজেলায় হওয়ায় অনুপস্থিতির সংখ্যাটা জানা সম্ভব হয়নি। অপরদিকে দিঘলিয়া পথেরবাজার মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজে এইচএসসির সমমান কারিগরি বিভাগের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সকালে কারিগরি বিভাগের ২য় বর্ষের ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। এদিকে বিকালে কারিগরি বিভাগের ১ম বর্ষের ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।