নিজের পছন্দের কলেজে ভর্তি হতে না পেরে জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামে বিথী হালদার (১৭) নামের এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ বিথীর লাশ উদ্ধার করে রোববার সকালে মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিবেক হালদারের মেয়ে বিথী হালদার এইচএসসিতে পড়াশুনার জন্য পাশ্ববর্তী উপজেলার শশিকর কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু বিথীর দরিদ্র বাবা ও মা তাকে বাড়ির পাশের বাগধা স্কুল এ- কলেজে ভর্র্তির জন্য বলে। পছন্দের কলেজে ভর্তিতে বাঁধা দেওয়ায় অভিমান করে শনিবার বিথী বসত ঘরের মধ্যে গলার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ বিথীর মরদেহ উদ্ধার করেন।