সারা দেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে দুর্গাপুর উপজেলার ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুর্গাপুর উপজেলা থেকে অংশগ্রহণ করেছে মোট ১হাজার ১৬০জন শিক্ষার্থী। তবে প্রথমদিনের পরীক্ষায় ১ হাজার ১৩০জন উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল ৩০ জন পরীক্ষার্থী।
দুর্গাপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ২১১ জন অনুপস্থিত ৯জন, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৫৩৮জন অনুপস্থিত ৯জন, দাউকান্দি বিশ্ববিদ্যালয় কলেজে মোট পরীক্ষার্থী ১৮৭জন, অনুপস্থিত ২জন, দুর্গাপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০৩ জন, অনুপস্থিত ৯জন এবং আলিপুর কারিগরি কলেজ ভেন্যূতে মোট পরীক্ষার্থী ছিলো ১২১জন অনুপস্থিত ছিলো ১জন পরীক্ষার্থী। এইচএসসি ও কারিগরি সমমানের পরীক্ষায় আজকে বাংলা ও মাদ্রাসায় কোরআন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩০ জুন বুধবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা দুপুর ১ টায়।
বেলা ১১ টার দিকে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, সুষ্ঠু শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুর উপজেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
পরীক্ষাকেন্দ্রে সর্বদা শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য সার্বিক মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা পরিসংখ্যান অফিসার সাখাওয়াত হোসেন। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রব বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।