নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর দ্বি- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সংস্থার চেয়ারম্যান এচইএম ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুশফিকুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সভার ভার্চুয়েলী উদ্বোধন করেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী। উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক ক্লাস্টার পরিষদের কেশব কুমার বনিক, সংস্থার চেয়ারম্যান বিদ্যা মিয়া, কাজল ঘোষ, আলী ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ ফেরদৌস আলমগীর ভুঞা, ক্লাব জেলা ব্যবস্থাপক মোঃ আবদুল মতিন, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়া হোসাইন মনির ও ফয়সাল আহমেদ রনি প্রমুখ।
উক্ত সভায় ২০২২-২০২৩ বাজেট পর্যালোচনাক্রমে অনুমোদিত হয় এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৩৯৯৪০০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়। সভায় সংস্থার সকল সদস্য সদস্যাগণ যোগদান করেন।