রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে গোদাগাড়ী থানার কামারপাড়া ডোমকুলি মোড়ে এই ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে অভয়নগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ গামী হানিফ পরিবহন ও রাজশাহী গামী মদিনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে দুজন নিহত হয়েছে।
এদের মধ্যে মদিনা পরিবহনের ড্রাইভার মো: আশাদুল ইসলাম নিহত হয়েছে। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। আরেকজন নিহতের নাম পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে সে হানিফ পরিবহনের ড্রাইভার হতে পারে।
এছাড়াও আরো ৮ থেকে ১০ জন আহত রয়েছে। রোববার সকাল পর্যন্ত বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এই ঘটনায় আহত অবস্থায় গোদাগাড়ী ফায়ারসার্ভিসের দল ১২ জনকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।