মৌলভীবাজার জেলার জুড়ীতে ৩৫০ পরিবারকে সানাবিন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিরার ( ২৯ জুন ) দুপুরে সানাবিল ফাউন্ডেশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সানাবিল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জিড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা আওয়ামী লীগ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ইমরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবদুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাজী মোঃ আমজাদ হোসেন, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন,সাংবাদিক সাইফুল ইসলাম সমন প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
পরে চাল,ডাল, লবন,আলু,পিয়াজ,তেলসহ ৩৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।