নীলফামারী প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ২৯ জুন শনিবার নীলফামারী প্রেসক্লাবে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ছিল।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম সিয়াম।
এ সময় বক্তব্য বলেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, সাপ্তাহিক নীল চোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ,সহসভাপতি মোঃ আনোয়ারুল হক প্রধান,সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সভাপতি তাহমিন হক ববীসহ অনেকে। তারা বলেন, নীলফামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভাল। ফলে শান্তি প্রিয় শহর নীলফামারী। আর এটি সম্ভব হয়ে থাকে একজন দক্ষ ও মেধাবী পুলিশ সুপারের কারণে। যা আমরা আপনার মাধ্যমে দৃশ্যমান দেখেছি।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা বলেন,আমরা খুব কম সময় ঘুমাই।
পুলিশ তার জীবনের অনেক কিছু বিসর্জন দিয়ে জনগনের নিরাপত্তা দিয়ে থাকে। তারপরেও অনেক সময় কিছু সদস্যের ভুলের কারণে পুরো পুলিশ বাহিনীকে বদনামে পড়তে হয়। তবে এখন পুলিশ সদস্যরা অত্যন্ত সজাগ। আমরা চেষ্টা করছি পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে।