চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে জেলা পরিষদের সম্পত্তিতে গড়ে তোলা দোকান উচ্ছেদ করা হয়েছে। জেলা পরিষদের মার্কেট নির্মানের লক্ষে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ১০ টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন।
এসময় চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,চাঁদপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ জুন উচ্ছেদকৃত সকল দোকানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ৭ বছর ব্যবসায়ীদের সাথে হাইকোর্টে মামলা নিষ্পত্তির পর জেলা পরিষদের এই সম্পত্তি উদ্ধার করা হয়।
উল্লেখ্য ৭ বছর পূর্বে জেলা পরিষদ মার্কেট নির্মানের লক্ষে দোকান বরাদ্দের জন্য লীজকৃত দোকানী সহ সকলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তখন লীজকৃত দোকানীদের মধ্যে কয়েকজন মার্কেট নির্মানের বিপক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে রিট পিটিশান দায়ের করেন।
উক্ত রিট পিটিশান খারিজের পর এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়।